Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসা

ভিটিসির মাধ্যমে পানছড়িতে ই-লার্নিং কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলাধীন পূজগাং মূখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে ই-লার্নিং (Starlink) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১টা ০৫ মিনিট পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ভিটিসির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক আনোয়ার সাদাত উপস্থিত ছিলেন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য প্রফেসর আব্দুল লতিফ, পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গনি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।। বক্তারা বলেন, ই-লার্নিং কার্যক্রম চালুর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সহায়তায় পাঠ গ্রহণের সুযোগ পাবে। এতে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা লাভ করবে। ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদান শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়াবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠান শেষে বক্তারা এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Articles

Back to top button