অপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

লক্ষীছড়িতে সেনা অভিযানে দুই সশস্ত্র সন্ত্রাসী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও দেশীয় মদ সহ দুই সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় লক্ষীছড়ি জোন (গুইমারা রিজিয়ন)-এর আওতাধীন ফটিকছড়ি আর্মি ক্যাম্প পৃথক দুটি টার্গেটে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

 

 

আটককৃতরা হলেন, মোঃ রফিক (৫৫), পিতা: আব্দুল মালেক এবং মোঃ মঈন উদ্দিন (৩৬), পিতা: আব্দুল মালেক। উভয়ের বাড়ি ধর্মপুর গ্রামে, ডাকঘর আজাদী বাজার, থানা ফটিকছড়ি, জেলা চট্টগ্রাম।

 

অভিযান চলাকালে সেনাবাহিনী তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও দেশীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, দুটি শটগান, একটি পিস্তল, একটি এয়ারগান, একটি ডামি পিস্তল, একটি .৩০৩ ক্যালিবার গুলি, একটি শটগানের গুলি, তিনটি ফায়ারকৃত শটগানের কার্তুজ, ১০০টি এয়ারগানের গুলি, পাঁচটি ধারালো দা, একটি বিদেশি চাকু, একটি ড্যাগার এবং চার লিটার দেশীয় মদ।

 

আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য ও আশপাশের এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button