Breakingপার্বত্য অঞ্চলবান্দরবান

থানচিতে গণভোট-২০২৬ ও বার্ষিক পাঠ পরিকল্পনা বিষয়ে সাব-ক্লাস্টার প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিনিধি,বান্দরবান :
বান্দরবানের থানচি উপজেলায় গণভোট–২০২৬ বিষয়ে অবহিতকরণ এবং বার্ষিক পাঠ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কৌশল বিষয়ক চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গত ২৫ জানুয়ারি ২০২৬ থেকে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সোনা মৈত্র চাকমা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণে গণভোট–২০২৬ সম্পর্কে অবহিতকরণ, বার্ষিক পাঠ পরিকল্পনা প্রণয়ন, মূল্যায়ন পদ্ধতি, শিখন-শেখানো কৌশল এবং পাঠ পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাল্টি মিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রশিক্ষকরা অংশগ্রহণকারী শিক্ষকদের হাতে-কলমে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

 

জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার ৫টি কেন্দ্রে ৫টি সাব-ক্লাস্টারের মাধ্যমে প্রতিটি সাব-ক্লাস্টারে ৩০ জন করে মোট ১৫০ জন শিক্ষককে এ প্রশিক্ষণ প্রদান করা হবে।

 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সোনা মৈত্র চাকমা বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও কার্যকর শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button