খাগড়াছড়িতে জব ফেয়ার উদ্বোধন ও কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে সেমিনার

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে জব ফেয়ার এর উদ্বোধন এবং কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকালে শহরের একটি স্কুল মিলনায়তনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে “কারিগরি শিক্ষা নিলে দেশ-বিদেশে কর্ম মিলে—একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ কর্মে হব যুক্ত; পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ নীল রতন দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। তিনি বলেন, কারিগরি শিক্ষাই পারে বেকারত্ব দূর করে তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে। দেশের পাশাপাশি বিদেশেও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হলে সময়োপযোগী ও মানসম্মত কারিগরি শিক্ষার বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, বিএসআরএম-এর ট্যালেন্ট অ্যাকুইজিশন ও এইচআরবিপি (সেলস ও মার্কেটিং) সিনিয়র ম্যানেজার ফাহমিনা আসাদ, কেডিএস-এর এইচআর ও এডমিন প্রতিনিধি, কেওয়াই স্টিলের উপ-ব্যবস্থাপক শাহাদাত হোসেন এবং প্রাণ গ্রুপের ডেপুটি ম্যানেজার (এইচআর) মোঃ আশরাফুল ইসলাম।
সেমিনারে বক্তারা পার্বত্য অঞ্চলের তরুণদের কারিগরি শিক্ষায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীলতা যেমন বাড়বে, তেমনি সামগ্রিকভাবে অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



