খাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে অনুর্ধ-১৫ বয়সীদের মাসব্যাপী এথলেটিক্স প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে উদীয়মান ক্রীড়া প্রতিভা গড়ে তুলতে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় মাসব্যাপী এথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বালক ও বালিকা (অ-১৫) বিভাগে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

রবিবার (২৫ জানুয়ারি) বিকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী এথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম।

 

 

তিনি বলেন, “খেলাধুলা শুধু শরীর গঠনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস তৈরির অন্যতম হাতিয়ার। এই ধরনের প্রশিক্ষণ ভবিষ্যৎ ক্রীড়াবিদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ। তিনি জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের উপযোগী ক্রীড়াবিদ তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুনছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ক্যজাই মারমা, আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলের শরীরচর্চা শিক্ষক কামাল উদ্দিন, ইটছড়ি উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গীতায়ন চাকমা, খাগড়াছড়ি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজিনা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

 

এদিন প্রশিক্ষণের ট্রায়ালে অংশ নেয় ৬০ জন ক্ষুদে খেলোয়াড়। যাচাই-বাছাই শেষে ৩০ জন খেলোয়াড়কে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিত খেলোয়াড়রা অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে দৌড়, লাফ ও থ্রোসহ বিভিন্ন ইভেন্টে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করবে।

 

জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ শেষে সফলভাবে কর্মসূচি সম্পন্নকারীদের সনদপত্র প্রদান করা হবে। আয়োজকদের প্রত্যাশা, এই প্রশিক্ষণ ভবিষ্যতে খাগড়াছড়ি থেকে জাতীয় পর্যায়ের দক্ষ এথলেট তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

Related Articles

Back to top button