Breakingখাগড়াছড়িদুর্ঘটনাপার্বত্য অঞ্চল

পানছড়িতে আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

পানছড়ি ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যৌথ খামার এলাকার ওংজাই মারমা (৩৬) নামের এক অসহায় পাহাড়ি ব্যক্তির বসতবাড়ি চুলার আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

 

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বসত বাড়ির মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে ঘরের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দুই কক্ষবিশিষ্ট মাটির তৈরি বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

 

উপজেলা ফায়ার সার্ভিস সুত্র জানায়,  স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে দেরিতে খবর পাওয়ায়  বসত বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Related Articles

Back to top button