
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
ফটিকছড়িতে ভূজপুর থানা পুলিশ বিশেষ আভিযান চালিয়ে দেশীয় তৈরী ৯ টি একনালা বন্দুক উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত বারোমাসিয়া চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
২০ জানয়ারী (সোমবার) রাত দুইটার দিকে স্থানীয় টি.কে. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে জঙ্গলের ভেতর দুইটি বস্তার ভিতরে বন্দুকগুলো সংরক্ষিত ছিল।
বিষয়টি স্বীকার করে ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র রায় বলেন ধারণা করা হচ্ছে দুষ্কৃতিকারীরা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রগুলো মজুদ করে রেখেছিল।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজুর পাশাপাশি গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।




