পানছড়িতে স্কুল ব্যাগ ও মাদরাসায় সোলার প্রদান
শিক্ষা ও আলোকায়নে ৩ বিজিবি

খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও পড়াশোনায় উৎসাহিত করতে ৩ বিজিবি’র উদ্যোগে শিক্ষা সামগ্রী ও হেফজ মাদরাসায় সোলার সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
লোগাং জোন ৩ বিজিবি’র ব্যবস্থাপনায় মঙ্গলবার বড় পানছড়ি (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। একই সঙ্গে ফাতেমাতুজ জোহরা (রা.) মহিলা মাদরাসায় সোলার প্যানেল, ব্যাটারি ও আনুষঙ্গিক সরঞ্জাম প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেকে একজন যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড—এই বিশ্বাস নিয়ে সবাইকে মনোযোগী ও অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় জোন অধিনায়ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে পাহাড়ি সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এলাকাবাসী জানান, শিক্ষা উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি’র এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এসব কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি বিজিবি ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।




