বিএনপির দোয়া মাহফিলে গণ যোগদান, এলডিপি ছাড়লেন দুই শতাধিক কর্মী

চন্দনাইশ , চট্টগ্রাম প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে বরকল ইউনিয়নের প্রায় দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন।
গত ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে বরকলের একটি কমিউনিটি সেন্টারে বরকল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের শুরুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদের হাত ধরে এলডিপির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।
দোয়া মাহফিলে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুরুল আলম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. ইকতিয়ার হোসেন, প্রকৌশলী মুজিবুর রহমান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সওদাগর, মোরশেদুল আলম, আবদুল মাবুদ মাহাদু, নাছির সিকদার, বরকল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরজু মিয়া, সদস্য সচিব ডা. সেলিম উদ্দিন, ছাত্রদল নেতা আরফান ইসলাম, শহীদুল ইসলাম ও সেলিম আলদ্বীন।
এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। বিএনপির জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তিতে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দলে যোগ দিচ্ছেন।
বরকল ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এলডিপি থেকে বিএনপিতে দুই শতাধিক নেতাকর্মী যোগদান করেন।




