পানছড়িতে সরিষা উৎপাদনে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সরিষা উৎপাদন উপলক্ষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারি ২০২৬ , বুধবার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের খেদারাছড়া বীরেন্দ্র পাড়া পার্টনার ফিল্ড স্কুল সমবায় সমিতির আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন সমবায় সমিতির সভাপতি কালা চাঁদ চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ির উপপরিচালক মো. নাসির উদ্দীন চৌধুরী।
প্রধান অতিথি বলেন, ধান সহ অন্যান্য ফসলের পাশাপাশি সরিষা আবাদ অত্যন্ত লাভজনক। আমন ধান কাটার পর স্বল্প সময়ের জন্য সরিষা চাষ করে বোরো ধান আবাদ করা সম্ভব। সরিষা চাষে সময় কম লাগে এবং ৭৫–৮০ দিনের মধ্যেই ফসল কর্তন করা যায়। প্রতি বিঘায় ৫ মণের বেশি ফলন পাওয়া যায়। তেল জাতীয় ফসলের আবাদ বাড়লে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ির কৃষি প্রকৌশলী মো. আব্দুল মোহিত, পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম, স্থানীয় কৃষক প্রতিনিধি শ্যামল চাকমাসহ বিভিন্ন এলাকার কৃষক ও কৃষাণীগণ।




