নেতাকর্মীদের উদ্যোগে পুনরুজ্জীবিত হচ্ছে লোগাং শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের আমলে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করতে না পারায় অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা ১নং লোগাং ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যালয়ে নতুন করে প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আইনুল হোসেন এবং ৪নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মাশরাফি (জীবন)-এর উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে কার্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। দীর্ঘদিনের অব্যবহারে নষ্ট হয়ে যাওয়া পরিবেশকে পুনরুজ্জীবিত করতে তাঁদের এই উদ্যোগকে দলীয় নেতাকর্মীরা সাধুবাদ জানিয়েছেন।
এ সময় পানছড়ি উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. মিলন মিয়া বলেন,“এ ধরনের মানবিক ও জনকল্যাণ মূলক উদ্যোগ দল ও সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।”
লোগাং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল জলিল এই মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল পাশা উদ্যোগটিকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে কৃতজ্ঞতা জানান।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, সংস্কার কার্যক্রম সম্পন্ন হলে এই কার্যালয়টি পুনরায় সাংগঠনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এবং দলকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




