Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রশিক নগর দাখিল মাদ্রাসার সভাপতি হলেন দীঘিনালার কৃতি সন্তান মুহাম্মদ আব্দুল হালিম

মো: ওসমান গনি, দীঘিনালা,খাগড়াছড়ি :
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর গভার্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৫ অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় অবস্থিত রশিক নগর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দীঘিনালা উপজেলার কৃতি সন্তান মুহাম্মদ আব্দুল হালিম।

 

গত ০৭ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। নবমনোনিত সভাপতিকে মাদ্রাসা পরিচালনা কমিটি, শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

 

 

উল্লেখ্য, মুহাম্মদ আব্দুল হালিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী। বর্তমানে তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভাগীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেন।

 

 

এছাড়াও তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার, ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর ফিল্ড কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন। পাশাপাশি দৈনিক নয়াদিগন্ত ও দি সান পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সফলভাবে সম্পৃক্ত ছিলেন।

Related Articles

Back to top button