Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি :
সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়িতে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

 

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) পানছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ ওয়াইনথং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ওয়াইনথং ওয়াই পয়েন্টে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ ২১ জন পাহাড়ি শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

মেডিকেল ক্যাম্পে অত্র ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

 

স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির এ ধরনের চিকিৎসা সেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়। বিজিবির নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে আরও গতিশীল করবে বলে তারা আশা প্রকাশ করেন।

Related Articles

Back to top button