Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৬ উদযাপন

পানছড়ি ,খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় “জাতীয় সমাজসেবা দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ এবং শনাক্তকৃত প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়, দ্বিপায়ন চাকমা, উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত), সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, ক্ষুদ্রঋণ ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সমাজ সেবার আওতায় ২১ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে মোট ৭ লাখ ৪৭ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। এছাড়া শনাক্তকৃত ১৫৮ জন প্রতিবন্ধীকে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি হাসানুজ্জামান, মাঠ কর্মকর্তা গৌরব চাকমা সহ সমাজসেবা কার্যক্রমের আওতাভুক্ত সুবর্ণ নাগরিক কার্ডধারী প্রতিবন্ধী ব্যক্তিবর্গ এবং অন্যান্য অতিথি ও অংশগ্রহণকারীরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় সমাজসেবা দিবস মানুষের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করে। সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে তারা একটি ন্যায় ভিত্তিক ও অন্তর্ভুক্তি মূলক সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন।

Related Articles

Back to top button