খাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসাসারাদেশ

পানছড়িতে নতুন শিক্ষা বর্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই

শিরিন আহমেদ নুর,পানছড়ি,খাগড়াছড়ি  :
ইংরেজি নববর্ষের প্রথম দিন থেকেই দেশে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। সেই ধারাবাহিকতায় পানছড়ি উপজেলার প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। উপজেলার ৭৫ টি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং ১১টি মাধ্যমিক প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উৎসব ছাড়াই বই সংগ্রহ করেন।

 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলমান থাকায় এ বছর বই উৎসবের আয়োজন করা হয়নি। তবে শিক্ষক ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

 

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক স্তরের সব বই ইতোমধ্যে বিদ্যালয়ে পৌঁছেছে। শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে বই সংগ্রহ করতে পারবেন। তবে মাধ্যমিক স্তরের কিছু বই এখনো বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে। ১ জানুয়ারি থেকে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর নিশ্চিত করেছে।

Related Articles

Back to top button