Breakingচট্টগ্রাম অঞ্চলরাজনীতি

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপি প্রার্থী লায়ন আসলাম চৌধুরী

সীতাকুণ্ড ,চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড আংশিক, আকবরশাহ-পাহাড়তলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কেন্দ্রীয় নেতা লায়ন আসলাম চৌধুরী। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

 

 

আসলাম চৌধুরী বিগত সরকারের সময়ে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। কারাবাসে থাকাকালীনও তিনি দলের নেতা-কর্মীদের বিভিন্ন রাজনৈতিক মামলায় আইনি সহযোগিতা দিয়ে গেছেন বলে দলীয় সূত্রে জানা যায়। স্থানীয় রাজনীতিতে পরীক্ষিত ও জনপ্রিয় নেতা হিসেবে তাকে সীতাকুণ্ডে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বলেও দাবি করেন সমর্থকরা।

 

 

এ আসনে প্রাথমিকভাবে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. সালাউদ্দিন। তবে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের প্রতিক্রিয়া, মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির পর দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে প্রার্থী পরিবর্তন করে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। গত ২৬ ডিসেম্বর এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

 

 

মনোনয়নের পর সমর্থকদের উদ্দেশে আসলাম চৌধুরী বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থা আমাকে এগিয়ে যেতে শক্তি দেয়। দল আমার ওপর যে বিশ্বাস রেখেছে, আমি সেই আস্থার মূল্য রক্ষা করতে চাই।”

Related Articles

Back to top button