Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

৩ বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

বন বিভাগে হস্তান্তর

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকা থেকে অবৈধভাবে কর্তন করা প্রায় ৫০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩ ব্যাটালিয়নের সদস্যরা।

 

গত রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) নায়েব সুবেদার মো. তুষার হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহল অভিযানে এসব কাঠ জব্দ করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত সেগুন কাঠ পানছড়ি বন বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে বন বিভাগ সূত্রে নিশ্চিত করা হয়।

 

বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Related Articles

Back to top button