Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে জেলা পুষ্টি কার্যক্রমকে আরও সমন্বিত ও গতিশীল করতে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

 

জেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত পিআরএলসি প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও তৃণমূল উন্নয়ন সংস্থার সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সার। সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।

 

এতে জেলার পুষ্টি পরিস্থিতি, মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরণ, অপুষ্টি হ্রাসে চলমান উদ্যোগ, ভবিষ্যৎ করণীয় এবং সরকারি-বেসরকারি সমন্বয় জোরদার করার বিষয়গুলো আলোচনা করা হয়। পুষ্টি কার্যক্রম আরও কার্যকরভাবে মাঠপর্যায়ে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

সভায় জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং পিআরএলসি প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগ, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং টেকসই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে খাগড়াছড়ি জেলার সামগ্রিক পুষ্টি সূচকে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

Related Articles

Back to top button