আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল মশারী ও বোট ইঞ্জিনের পাকা
থানচিতে ৫ জন আটক

প্রতিনিধি, থানচি (বান্দরবান):
বান্দরবানের থানচি উপজেলার তিন্দুমুখ বিজিবি চেকপোস্টে তল্লাশিকালে আরাকান আর্মির কাছে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১ হাজার ৫০০টি উন্নতমানের মশারী এবং ১২০টি নৌকা ইঞ্জিনের পাকা (স্পেয়ার পার্টস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় বোটচালক চারজন ও একজন বিক্রেতাসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।
রৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বিকেলে মিয়ানমারমুখী তিনটি ইঞ্জিনচালিত বোট চেকপোস্ট অতিক্রমের সময় বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেয়। একটি বোট দ্রুত পালিয়ে যেতে চাইলে সন্দেহ বৃদ্ধি পায়। পরে বাকি দুইটি বোটে তল্লাশি চালিয়ে মশারী ও বোট ইঞ্জিনের পাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, থোয়াই হ্লা চিং মারমা (২১), সাখয়উ পাড়া, ছোট মদক,উমং সাইং মারমা (৩০), পাইমং পাড়া, বড় মদক,হ্লাচিং থোয়াই মারমা (২৫), নারিকেল পাড়া,উক্যছাইন মারমা (২৪), ছোট মদক, মোঃ ইউনুস (৩৩), হাতিরছড়া, ফাসিয়াখালী কুমারী বাজার, লামা, বান্দরবান।
বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট দেশের বিভিন্ন স্থান থেকে কাপড়, জুতা, ওষুধ, নৌকা ইঞ্জিনের যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য সংগ্রহ করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (AA)-এর কাছে সরবরাহ করে আসছে। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব সরবরাহের বিষয় স্বীকার করেছে।
পরে জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের থানচি থানায় হস্তান্তর করা হয়। বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার তসলিম হোসাইন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




