জাবারাং কল্যাণ সমিতির ৩০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
পার্বত্য চট্টগ্রামকে সত্যিকার অর্থে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হলে সেখানে বসবাসরত জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ ও বিকাশ নিশ্চিত করা অপরিহার্য—এমন অভিমত উঠে এসেছে জাবারাং কল্যাণ সমিতির ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়।
রবিবার রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্ম-সচিব) মো. আনোয়ার হোসেন বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে মাতৃভাষাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। তিনি বলেন, জাবারাং এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তিনি আরও জানান, স্থানীয় ও প্রান্তিক উন্নয়ন সংস্থাগুলোর জন্য নীতিগত সহায়তা বাড়ানো হচ্ছে। এর আওতায় ৫০ লাখ টাকা পর্যন্ত প্রকল্প বাস্তবায়নে এনজিও ব্যুরোর অনুমোদন প্রয়োজন হবে না—যা স্থানীয় উন্নয়ন উদ্যোগে নতুন সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে ইউনেস্কোর হেড অব এডুকেশন নোরিহিদে ফুরুকাওয়া জাবারাংয়ের মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন।
অনুষ্ঠানে জাবারাংয়ের ৩০ বছরের কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও স্মারকগ্রন্থ ‘Roots to Impact’ উন্মোচন করা হয়। মুক্ত আলোচনায় উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতি সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।




