বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশের প্রস্তুতি সভা

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি:
আসন্ন শুভ বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
সভায় খ্রিস্টান ধর্মীয় উপাসনালয়ের প্রতিনিধি, বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় পুলিশ সুপার আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়—সে লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। তিনি গির্জার পরিচালক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে উৎসবকালীন নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, টহল জোরদার ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এসময় পুলিশ সুপার বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন। পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত চার্চের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উৎসবের সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।




