Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

হাদী হত্যাকাণ্ডে প্রতিবাদে ফুঁসে উঠল পানছড়ি

পানছড়ি ,খাগড়াছড়ি:
জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের সংগ্রামী নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে পানছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

১৯ ডিসেম্বর শুক্রবার ৩টায় পানছড়ি উপজেলা সর্বস্তরের জনতার উদ্যোগে মো. ইব্রাহিম খলিলের নেতৃত্বে পানছড়ি বাজার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি পানছড়ি বাজার স্কুল মাঠ প্রদক্ষিণ করে জিয়া স্কয়ার মোড়ের পুলিশ বক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, প্রচার সম্পাদক মো. আবুল কাসেম,ইসলামি আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার প্রকাশনা সম্পাদক মো. সোলাইমান হোসেন,আবুল কালাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও ছাত্র-জনতা।

 

 

বক্তারা বলেন, অবিলম্বে শরীফ ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Related Articles

Back to top button