Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়ির সীমান্ত এলাকায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের উদ্যোগে পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাবুরাপাড়া অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গন মাঠে দুই শতাধিক গরিব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি।

 

 

শীতবস্ত্র বিতরণকালে সেক্টর কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

 

 

এ সময় ৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা), উপ-অধিনায়ক মেজর এস এম নুরুল কায়েশ, লোগাং বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানে উপস্থিত সবাই এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Back to top button