Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

শহীদ বিপুল সুনীল লিটন রুহিনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পিসিপি, এইচডব্লিউএফ

খাগড়াছড়ি :
বিপুল সুনীল লিটন রুহিন দের স্মরনে খাগড়াছড়িতে প্রতীকি মনুমেনে শ্রদ্ধা জানিয়েছেন পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন , শহীদ পরিবার্গ ও সাধারন শিক্ষার্থী।

 

এসময় উপস্থিত ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মিঠুন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক রিতা চাকমা, শহীদ লিটন চাকমার বড় ভাই সুজ্যোতি চাকমা। এছাড়া আর‌ও উপস্থিত ছিলেন ইউপিডিএফভুক্ত তিন গনফ্রন্টের নেতাকর্মীবৃন্দ।

 

 

 

সকাল ৮ টায় চার শহীদের অস্থায়ী মনুমেন্টে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এবং শহীদদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

 

 

উল্লেখ্য, ২ বছর আগে ২০২৩ সালের ১১ই ডিসেম্বর পানছড়ির অনিলপাড়াতে সেনাসৃষ্ট নব্য মুখোশ কর্তৃক  গনতান্ত্রিক যুবফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গনতান্ত্রিক যুবফোরামের খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফ এর সদস্য রুহিন ত্রিপুরাকে হত্যা করা হয়।

Related Articles

Back to top button