পানছড়িতে বিএনপিতে যোগদান ও ক্রিকেট টুর্নামেন্ট-এর পুরস্কার বিতরন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়িতে আওয়ামী লীগ, জামায়াত সহ বিভিন্ন দলের প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করন ও প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ -এর ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
০২ ডিসেম্বর ২০২৫,মঙ্গলবার দুপুরে দলটির উপজেলা কার্যালয়ে যোগদান কর্মসূচি ও বিকালে উপজেলা পরিষদ মাঠে ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া নতুনদের পুরাতনদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানিয়ে প্রধান অতিথি বলেন, যারা আজ বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিএনপিতে যোগদান করেছেন। আমরা আপনাদের বরন করে নিলাম। ধানের শীষের বিকল্প নাই। আমাদের নেত্রী অসুস্থ আপনারা সকলেই উনার সুস্থতার জন্য দোয়া করবেন।
একই দিন বিকাল ৫টায় পানছড়ি প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ -এর ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপি-র সভাপতি ওয়াদুদ ভূইয়া উপস্থিত থেকে চ্যাম্পিয়ন কলোনী পাড়া প্রজন্ম যুব ক্লাব , রানার্স আপ ফিনিক্স স্কোয়াড-এর হাতে প্রাইজ মানি সহ ট্রফি তুলে দেন।
অনুষ্ঠান সমুহে জেলা বিএনপি-র সাধারণ সম্পাদক এম এন আবছার খাগড়াছড়ি, যুগ্ম-সম্পাদক এড. মালেক মিন্টু , অনিমেষ চাকমা রিংকু , সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো.ইউসুফ আলী,যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসেন সহ জেলা উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।




