পানছড়িতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণীসম্পদে হবে উন্নতি”স্লোগানে খাগড়াছড়ির পানছড়িতে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ।
১ ডিসেম্বর ২০২৫, সোমবার সকালে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের উদ্যোগে র্যালি বের করে উপজেলা পরিষদে শেষ হয়।
র্যালি শেষে পানছড়ি উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় ভেটেরিনারি সার্জন ডাক্তার কবির আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জনসাধারণের পুষ্টি চাহিদা মেটাতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাহাড়ের বিশাল সম্ভাবনাময় পশুপালন খাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে পারলে উৎপাদন বাড়বে, কমবে রোগব্যাধি ও ক্ষতি। প্রাণিসম্পদের সার্বিক উৎপাদন বৃদ্ধি, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার, দেশীয় প্রাণিসম্পদ রক্ষা ও উন্নয়ন, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে খামারিদের সচেতন করতে প্রানীসম্পদ বিভাগের স্থানীয় কৃষক ও খামারিদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং সেবার সহজলভ্যতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন ।
প্রাণীসম্পদ সপ্তাহের মধ্য দিয়ে স্থানীয় পশু-প্রাণী পালনকারীরা তাদের অভিজ্ঞতা আদান-প্রদান, আধুনিক পদ্ধতি শেখা এবং দেশীয় জাতের উন্নয়ন-প্রচারে নতুন উদ্দীপনা পেয়েছে বলে জানান আয়োজকরা।
এ সময় অন্যান্যদের মধ্যে পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন,কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইব্রাহিম খলিল ,মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ খামারিগন উপস্থিত ছিলেন।




