Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচির রেমাক্রী ইউনিয়নের  নারী উদ্যোক্তাদের এককালীন সহায়তা বিতরন 

থানচি,বান্দরবান :

বান্দরবানের থানচি উপজেলা দুর্গম দুইটি ইউনিয়নের হাঁস,মুরগি,ছাগল,শুকর পালন করে নিজেদের পরিবারিক স্বচ্ছলতা,স্বাবলম্ভী ও অর্থনিতি চাক্কা ঘুড়ানো লক্ষে ৭৪০ জন নতুন নারী উদ্যোক্তাকে নগদ অর্থ সহায়তা দিয়েছে এনজিও সংস্থা বিএনকেএস।

 

 

সোমবার ১৭ নভেম্বর সকাল থেকে দিন ব্যাপী পৃথকভাবে তিন্দু বাজার ও রেমাক্রী বাজার প্রাঙ্গনের এ সব নগদ অর্থ বিতরণ করেন।
আন্তর্জাতিক স্বেচ্ছা সেবী সংগঠন ইউরোপিয় ইউনিয়নের মানুষের জন্য ফাউন্ডেশন অর্থায়নের বলিপাড়া নারী কল্যাণ সমিতি বিএনকেএস’র অংশীদািরেত্বর ভিত্তিতে সহনশীল জীবিকার জন্য সহায়তা'( পিআরএলসি) প্রকল্পের আওতায় তিন্দু ইউনিয়নের ৩৩৫ জন নারী ও রেমাক্রী ইউনিয়নের ৪০৫জন নারী উদ্যোক্তাদের মধ্যে ১১৮জন নারী উদ্যোক্তাকে ১০ হাজার ১০০শত টাকা করে মোট ১১ লাখ ৯১ হাজার ৮০০শত টাকা, ৬৬২ জন কে ৭ হাজার ২০০ শত টাকা করে মোট ৪৭ লাখ ৬৬ হাজার ৪০০শত টাকা সব মিলিয়ে ৫৯ লাখ ৫৮ হাজার ২০০শত টাকা বিতরণ করা হয়।

কর্মকর্তারা জানান, ৭৪০জন নারী উদ্যোক্তাকে গ্রুপ করে মাসব্যাপী হাঁস মুরগি,ছাগল,শুকর পালনের রক্ষনাবেক্ষণ অসুস্থ হলে চিকিৎসা ব্যবস্থা ঔষধের নামসহ সকল বিষয়ের উপর প্রশিক্ষণ কর্মশালা দেয়া হয়েছে।

 

দুই স্থানের পৃথকভাবে বিতরনের সময় মানুষের জন্য ফাউন্ডেশনের মনিটরিং কর্মকর্তা কায়সার জিলানী,প্রকল্পের সমন্বয়কারী আলো প্রিয় চাকমা, গ্রান্ট ম্যানেজার এবিএম সরোয়ার,উপ- সহকারী ম্যানেজার আমানুল্লাহ নূরী, তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা,বিএনকেএস এর প্রকল্পের সমন্বয়কারী পেশল চাকমা,অর্থ পরিচালক আবামং মারমা,ম্যানেজার মাম্যাসিং মারমা, এ্যাডমিন অফিসার চাইসামং মারমাসহ মাঠ পর্যায়ের কর্মকর্তা,কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া দুই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী মেম্বার ও সাধারণ মেম্বারা উপস্থিত থেকে সহযোগীতা করেন।

Related Articles

Back to top button