খাগড়াছড়ি জেলা কারাগার থেকে দুই আসামি পলায়ন
একজনকে ধরতে পারলেও অপরজন পলাতক

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি কারাগার থেকে চুরির মামলার আসামি দুই কারাবন্দী পালিয়েছে। এদের মধ্যে একজনকে ধরতে পারলেও অপরজন এখনো পলাতক রয়েছে। আজ সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি জেলা কারাগার সুত্রে এ তথ্যটি নিশ্চিত হওয়া গেছে। পলাতকদের মধ্যে একজনের নাম শফিকুর রহমান। অপরজনের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। তবে পলাতকদের মধ্যে একজনকে ধরা হয়েছে জানা গেছে।
কারাগার সুত্রে জানা যায়, জেলা কারাগারের ছাঁদে উঠে লাফিয়ে থেকে দুইজন আসামি দেয়াল টপকে পালিয়ে গেছে। বিকেল ৫ টার দিকে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে সেনাবাহিনীর সদর জোনের সার্জেন্ট জিয়া ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত অভিযান শুরু করে।
এ সময় একজন আসামিকে সদরের টিএন্ডটি গেইট এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। তবে অপর একজন এখনো পলাতক রয়েছে। এদের একজন ভাংচুর ও হামলা এবং অপরজন চুরির মামলার আসামি।
পলাতক চুরির মামলার আসামিকে ধরতে শহরের ইসলামপুর সহ বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




