বান্দরবানে গণসংহতি আন্দোলনের মনোনয়ন পেলেন প্রভাষক রিপন চক্রবর্তী

থানচি,বান্দরবান:
বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে গণসংহতি আন্দোলনের মনোনয়ন পেলেন বান্দরবান জেলা গণসংহতি আন্দোলনের যুগ্ন সমন্বয়ক প্রভাষক রিপন চক্রবর্তী।
গতকাল মঙ্গলবার বিকেলে গণসংহতি আনাদোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব বান্দরবান ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এদিকে বান্দরবান আসনের প্রভাষক রিপন চক্রবর্তী নাম ঘোষণার পর দলের নেতা কর্মীদের মধ্যে আনন্দ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বান্দরবানের থানচি, লামা,রুমা উপজেলা সহ বিভিন্ন জায়গায় হয়েছে মিষ্টি বিতরণ। বিশেষ করে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটি সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা ও বান্দরবান জেলার সমন্বয়ক মির্জানুর রহমানের সমর্থিত নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার ছড়িয়ে পড়ে। জেলা প্রধান সমন্বয়ক মির্জানু রহমান মির্জান সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচনে জয়লাভ করতে নেতাকর্মীরা সকল দ্বিধা বিভেদ ভুলে একসাথে কাজ করবে। দলের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব ও কেন্দ্রীয় নেতারা যে নির্দেশনা দিবেন তা অবশ্যই আমরা সবাই মেনে চলব।
এবার আওয়ামী লীগের কোন প্রার্থী না থাকায় গণসংহতি আন্দোলনের নেতা কর্মীরা মনে করেন যেহেতু একজন হিন্দু সম্প্রদায়ের সেহেতু আওয়ামী লীগের ভোটার ও কর্মীদের সমর্থন তাদের পক্ষে থাকবে তাই তারা জয়ের আশাবাদী।
এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে বান্দরবানে জনসংহতি সমিতির সমর্থিত কেএসমং মারমা, নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আবুল কালাম ও বিএনপি’র সাচিং প্রু জেরী বান্দরবানের সংসদীয় আসনে প্রার্থী হচ্ছেন। বিএনপি’র মনোনীত প্রার্থী রাজ পুত্র সাচিং প্রু জেরীর জন্য সুযোগ বয়ে আনবে বলে মনে করছেন দলের অনেকেই।




