Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়ির সীমান্তে অবৈধ চোরাচালানের মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : 

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ভারত – বাংলাদেশ সীমান্তে অবৈধ চোরাচালানের ভারতীয় পন্য আটক করেছে ৩ বিজিবি- র বৌদ্ধমনি পাড়া বিওপির টহলদল।

 

 

৩১ শে অক্টোবর ২০২৫, শুক্রবার বিকালে দুর্গম সীমান্তে নিয়মিত টহলে নায়েব সুবেদার ইমদাদুল হকের নেতৃত্বে মালিকবিহীন কাঠালতলা এলাকা হতে এসব মালামাল উদ্ধার করে ৩ বিজিবি -র টহলদল।

 

 

সুত্র জানায়, বিজিবি -র নিয়মিত টহল চলাকালে অবৈধ চোরাকারবারীরা চোরাচালানের মালমাল গুলো জঙ্গলে লুকিয়ে পালিয়ে যায়।

 

 

ভারতীয় অবৈধ চোরাচালানের মালমাল সমুহের মধ্যে ভারতীয় বোটকা মদ, স্পার্কেল ভীম সাবান, পাউডার দুধ, এসি কম্বল, স্টিলের প্লেট, জিরা, ডারভিন ক্রিম, সুতা, থামী(উপজাতীয় পোষাক), ওরনা, সিঁদুর, করাই, মোমবাতি, লবন, সেম্পু, সোনালী সুতা, লাক্স সাবান, ঈগল টলিং, কমফোর্ট, সেঞ্চুডিন টুথপেষ্ট কোলগেট টুথপেস্ট, আলটাব্রাইট স্কিন ক্রিম, ইয়ামি সেভেন ওয়েল, বেস্ট হেলথ টনিক হারবাল, ওয়ালটন বাটন মোবাইল, ও ইন্ডিয়ান সিম উদ্ধার করে।

 

বৌদ্ধ মনি পাড়া বিজিবি ক্যাম্প কমান্ডার জানান, ৩ বিজিবি অধিনায়কের দিক নির্দেশনায় সীমান্ত এলাকা নিরাপদ রাখার লক্ষে নিয়মিত টহল চলমান আছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধে ৩ বিজিবি সার্বক্ষনিক পাহারায় নিয়োজিত।

Related Articles

Back to top button