Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ, গুম ও খুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনে ইউপিডিএফ -এর বাধা এবং সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে ঘটে যাওয়া ধর্ষণ, গুম ও খুনের ঘটনাবলীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

 

 

২৮ অক্টোবর ২০২৫ , মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির। এতে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বর্মাছড়িতে সেনা ক্যাম্প স্থাপনকে কেন্দ্র করে ইউপিডিএফ সশস্ত্র সদস্যরা এলাকাবাসীর নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে। তারা ধর্মীয় উসকানি সৃষ্টি করে জায়গাটি বৌদ্ধ মন্দিরের দাবি করলেও তদন্তে পাওয়া গেছে, সংশ্লিষ্ট জমিটি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সংক্রান্ত নয়।

 

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে হত্যা, ধর্ষণ, গুম, অগ্নিসংযোগ সহ নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চলছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহবান জানান।

 

 

একই সঙ্গে পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বক্তারা বলেন, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীদের অবৈধ অস্ত্র ও চাঁদাবাজি কার্যক্রম বন্ধ করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

বক্তারা পাহাড়ি-সমতলের সকল জনগোষ্ঠীকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Related Articles

Back to top button