Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বিজিবি ও প্রশাসনের মানবিক সহায়তা প্রদান

নিজস্ব সংবাদদাতা,বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলা অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত ও দুর্ঘটদের পাশে দাড়ালেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বান্দরবান জেলা প্রশাসন।

 

সোমবার ২৭ অক্টোবর দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ১৩ জন দোকান মালিকের প্রত্যেককে ১০,০০০ (দশ হাজার) টাকা করে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

 

একই দিন বিকালে বান্দরবান জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ক্ষতিগ্রস্ত ১৩ দোকানের মালিকদের প্রতি দোকানদারকে নগদ ৭ হাজার ৫০০ টাকা ও ৩০ কেজি করে চাউলের স্থানীয় খাদ্য গুদাম হতে উক্তোলনের ডেলিভারী আদেশ ডিও বিতরণ করেন উপজেলা নির্বাহি অফিসার ( অ:দা: ) মনজুর আলম,

অধিনায়ক লে: কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বলেন, বিজিবি জনগণের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে। এই অনুদান প্রদানের মাধ্যমে বিজিবি ও স্থানীয় জনগণের পারস্পরিক সম্প্রীতি ও আস্থা আরও সুদৃঢ় হয়েছে যা সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বলি পাড়া জোন তথা ৩৮ বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনগণের জানমাল রক্ষা ও মানবিক সহায়তায় সর্বদা অঙ্গীকারাবদ্ধ। তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

জেলা প্রশাসনের অনুদান বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মসফিকুর রহমান, বলীপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য ২৫ অক্টোবর শনিবার মধ্যরাতে থানচি উপজেলার বলিপাড়া বাজারে সংঘটিত অগ্নি দুর্ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি থেকে ৩৮ বিজিবি’র সকল সদস্য আগুন নেভাতে অগ্রণী ভূমিকা পালন করেন। তাছাড়া অগ্নিকান্ডের ১৩ টি দোকানদার সর্বশান্ত হয়েছিল।

Related Articles

Back to top button