Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের পুন: অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলমান থাকায় রেজিস্ট্রেশন বিহীন ও এখনো যারা রেজিঃ করে নাই তাদের টিকাদানের আওতাভুক্ত করতে পুন: অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

২০ অক্টোবর ২০২৫ ,সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার ইমাম-ওলামা , ইসলামী ফাউন্ডেশনের পাড়া কেন্দ্রের শিক্ষক , বিভিন্ন মাদরাসার শিক্ষকগন,টেকসই সামাজিক সেবাদান প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্টাফদের নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমার সভাপতিত্বে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন উপস্থিত ছিলেন ।

 

সভায় টাইফয়েড টিকাদান কার্যক্রমে রেজিস্ট্রেশন বিহীন ও এখনো যারা রেজিঃ করে নাই তাদের টিকাদানের আওতাভুক্ত করতে করনীয়, সফলভাবে ১০০% টিকা কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা ও দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।

 

এ সময় অন্যান্যদের মধ্যে ইসলামি ফাউন্ডেশন পানছড়ি উপজেলা ইনচার্জ মো. মাসুম বিল্লাহ , টেকসই সামাজিক সেবাদান প্রকল্প, পানছড়ি উপজেলা শাখা ব্যবস্থাপক শুভাশীষ চাকমা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, বিভিন্ন মাদরাসার শিক্ষক এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্টাফবৃন্দ , মিডিয়া কর্মীগন অংশগ্রহণ করেন।

Related Articles

Back to top button