Breakingঅপরাধসারাদেশ

মুন্সিগঞ্জে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযানে মাছ ও জাল জব্দ

স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ :

মা ইলিশ সংরক্ষণে শ্রীনগরের পদ্মা নদীতে পরিচালিত যৌথ অভিযানে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ১১ জন জেলেকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে  ইলিশ মাছ ও আনুমানিক ১ কোটি ৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

 

 

অভিযান পরিচালনা করে শ্রীনগর উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, নৌ-পুলিশ, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।
অভিযানে নেতৃত্ব দেন  উপজেলা নির্বাহি অফিসার  মহিন উদ্দিন, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান, এসি (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম।

 

 

জেলা পর্যায়ে সহযোগিতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুজ্জামান, নৌ-পুলিশ ও জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।

 

 

অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে মাছ ধরাকে কেন্দ্র করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোও উচ্ছেদ করা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় তিনটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং স্থানীয় জনগণকে সতর্ক ও সচেতন করা হয়।

 

উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশ সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button