শারদীয় দুর্গোৎসব পালনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ৩ বিজিবি নিরলস ভাবে কাজ করছে

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
শারদীয় দূর্গা পূজা-২০২৫ উপলক্ষ্যে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোন এর দায়িত্বাধীন ১০টি পূজা মন্ডপে চলমান পূজা অনুষ্ঠান নির্বিঘ্নে, উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে সম্পন্নের নিমিত্তে অত্র ইউনিট ও লোগাং জোনের পক্ষ হতে পূজা মন্ডপ সমূহে প্রয়োজনীয় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিজিবি সুত্র জানায় , নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে পূজা মন্ডপ সমূহে বিজিবি কর্তৃক নিয়মিত টহল পরিচালনা, আশপাশের এলাকায় নিরাপত্তা তল্লাশী জোরদার, গোয়েন্দা নজরদারী এবং পূজা মন্ডপ সমূহের সভাপতি/সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও নিরাপত্তার ব্যাপারে কোন প্রকার বিঘ্নের সম্মুখীন হলে বিজিবি কর্তৃপক্ষ পূজা মন্ডপে নিরাপত্তা প্রদানের জন্য সর্বদা টহল দল চালু আছে।

এছাড়াও পুজা মন্ডপ সহ পানছড়ি উপজেলায় দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা নির্বিঘ্ন করতে ড্রোনের মাধ্যমে এলাকা পর্যবেক্ষণ এবং অত্র ইউনিটের লোগাং বিজিবি ক্যাম্প ও গিলাতলী বিওপি কর্তৃক চেক পোষ্টে বডি অর্ন ক্যামেরা ব্যবহার করে সন্দেহ জনক চলাচল রোধে যানবাহন তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি এলাকায় কোন গণজমায়েত সৃষ্টি হলে সেখানকার পরিস্থিতির উপর গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখা হয়েছে। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন কর্তৃক উক্ত পদক্ষেপ সমূহ গ্রহণের ফলে খাগড়াছড়ি জেলা সদর ও পার্শ্ববর্তী অন্যান্য উপজেলায় সৃষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতেও পানছড়ি উপজেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পানছড়ি উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষে লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) দায়িত্বপূর্ণ এলাকার পূজা মন্ডপ সমূহ সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন।
পূজা মন্ডপ এলাকা সহ পানছড়ি উপজেলার দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করে জোন অধিনায়ক বলেন, পূজা অনুষ্ঠান সুষ্ঠু, নিরাপদ ও আনন্দমূখর করতে এবং পানছড়ি উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যাতে কোন দুষ্কৃতিকারী তাদের নিজস্ব গোষ্ঠী বা সংগঠনের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য স্থানীয় এলাকাবাসী সহ পূজা সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে একত্রে কাজ করার অনুরোধ জানান।




