Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে ৩৮ বিজিবি-র বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বান্দরবান :
বান্দরবান জেলার থানচি উপজেলাস্থ থানচি সরকারি উচ্চ বিদ্যালয় এর সম্মুখে স্থানীয় জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।

 

 

২৯ সেপ্টেম্বর ২০২৫ , সোমবার বলিপাড়া ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিম এর সার্বিক তত্ত্বাবধানে মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুদ, এএমসি কর্তৃক এ সেবা প্রদান করা হয়।

 

 

এ মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে থানচি উপজেলাস্থ বিভিন্ন পাড়ার স্থানীয় গরীব ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধা সহ থানচি উপজেলা সহ সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা গুলো এখনও উন্নত চিকিৎসা সেবা হতে বঞ্চিত। এমন পরিস্থিতিতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) নিয়মিত ভাবে সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকাতেও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।

 

 

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিম বলেন, নিয়মিত ভাবে গরীব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ বিভিন্ন কল্যাণ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরণের কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে ।

Related Articles

Back to top button