শারদীয় দুর্গোৎসবে ৩ বিজিবি-র মতবিনিময় ও অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি:
আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে লোগাং জোন ৩ বিজিবি-র ব্যবস্থাপনায় পানছড়ির পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদের সাথে জোন সদরে মতবিনিময় সভা ও অনুদান প্রদান করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকালে লোগাং জোন (৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) এর সভাপতিত্বে পানছড়ির ১০টি পূজা মন্ডপের পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ অন্যান্য সমস্যা সম্পর্কে আলোচনা করেন।
এ সময় উপস্থিত প্রতিনিধিগণ পাহাড়ের দুর্গম এলাকায় পূজা উদযাপন সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব বলে তুলে ধরেন। এছাড়া স্থানীয় বিভিন্ন বিষয়াদি ও সমস্যা উপস্থাপন করেন।জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, দূর্গা পূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩ বিজিবি বদ্ধপরিকর। পূজা মন্ডপ সমূহে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারী সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে বিজিবি’র পক্ষ হতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনাকাঙ্খিত কোন ঘটনা রুখতে বিজিবি টহল ও ড্রোন ক্যামেরা চলমান থাকবে। সবাইকে শারদীয় দূর্গা পূজার অগ্রীম শুভেচ্ছা এবং নির্বিঘ্নে ও নির্ভয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসন্ন পূজা উদযাপন করার আহবান জানান। এছাড়াও পাহাড়ের শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধন টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানান। এ সময় জোন অধিনায়ক ১০টি পূজা মন্ডপের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
জোন অধিনায়ক দুপুরে দুর্গম বৈশাখ কুমার পাড়ায় উপস্থিত হয়ে মন্দিরের ছাউনির জন্য ঢেউটিন প্রদান করেন , এবং সবাইকে শারদীয় দূর্গা পূজার অগ্রীম শুভেচ্ছা এবং নির্বিঘ্নে ও নির্ভয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসন্ন পূজা উদযাপন করার আহবান জানান। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে অবহিত করেন।