মানিকছড়িতে দারুল ইহ্সান মাদরাসা’র সিরাতুন্নবী, সবক প্রদান ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার জিয়ানগরস্থ মানিকছড়ি দারুল ইহ্সান মাদরাসা প্রাঙ্গণে দারুল ইহ্সান মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন এর সভাপতিত্বে সিরাতুন্নবি (সঃ) উপলক্ষে সেমিনার, সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার সেমিনারে সবক প্রদান ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসাইন উপস্থিত ছিলেন।
ফটিকছড়ি নানুপুরস্থ জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া এর মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরী উদ্ধোধক হিসাবে উপস্থিত চিলেন।
এছাড়াও মানিকছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূইয়া, মানিকছড়ি সার্কেল এএসপি অমিত কুমার দাস,মানিকছড়ি ১ নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন, মানিকছড়ি উপজেলার বিএনপির সভাপতি মোঃ এনামুল হক এনাম, বাংলাদেশ জামাতে ইসলামী মানিকছড়ি উপজেলা শাখার আমির মাওলানা মোঃ মনিরুজ্জামান, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনীসহ হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, দেশবরেণ্য ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ প্রমূখ উপস্থিত ছিলেন।




