
স্টাফ রিপোর্টার ,মুন্সিগঞ্জ :
শ্রীনগর সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে চেয়েও অর্থনৈতিক সংকটে পড়েছিলেন এক অসচ্ছল মেয়ে। পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়ে।
এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ান সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা মোঃ শাহিনুর এবং বাঘড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব।
সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক, লেখক ও কবি শাহিনুরের সার্বিক সহযোগিতা এবং রাকিবের তত্ত্বাবধানে ছাত্রীটিকে ভর্তি করিয়ে দেওয়া হয়।
অসহায় শিক্ষার্থীর মুখে ফিরে আসে আশার আলো। স্থানীয়ভাবে এমন মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে।মানবিক কারণে ছাত্রীর নাম প্রকাশ করা হয়নি। তবে পরিবার ও স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ছাত্রদল নেতা মোঃ রাকিবুল ইসলাম রাকিব জানান,ছাত্রদল সবসময় মানুষের পাশে, ছাত্রদের পাশে থাকবে। এবং কবি মোঃ শাহিনুর ভাইয়ের মতো স্বচ্ছ ব্যাক্তিদের সহযোগিতায় সকল ধরনের সামাজিক কাজ অব্যাহত থাকবে। শুধু রাজনীতি নয়, মানবিকতাই হোক আমাদের পরিচয়।