
স্টাফ রিপোর্টার , মুন্সিগঞ্জ :
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, মুন্সিগঞ্জ জেলা শাখার আওতাধীন শ্রীনগর উপজেলা মহিলা দল এর ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুমোদন দিয়েছে জেলা মহিলা দল।
নতুন কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলবিনা রফিক,যিনি বাঘড়া ইউনিয়নের একটি সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধূ এবং স্থানীয়ভাবে সমাজ সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত।
কমিটিতে অন্যান্যদের মধ্যে যুগ্ম আহবায়ক হিসাবে কনা আক্তার, চায়না বেগম, আয়েশা বেগম, মিতা বেগম ও ডেইজি আক্তার । সদস্য সচিব কামরুন নাহার চৌধুরী, অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন: মনসুরা বেগম, আলিমা খাতুন, আছমা খাতুন, রাশিদা, মুনজুর আরা, সীমা, রীতা, সুফিয়া, রেখা, মাহমুদা, রাশেদা, কনা ইসলাম, শিল্পা, উনি, পুশি দাস, হালিমা খাতুন (শ্রীনগর) ও আহাম্মদ বেগম (বীরতারা)।
কমিটি অনুমোদন করেন জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার মিনা ও সাধারণ সম্পাদক বিদিত আক্তার তুষা। নতুন কমিটির মাধ্যমে শ্রীনগরে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন।




