খাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চল

ওয়াদুদ ভূইঁয়া ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় পানছড়িতে ক্রীড়া সামগ্রী বিতরন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
ওয়াদুদ ভূইঁয়া ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় পানছড়ি ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে ক্রীড়া সামগ্রী ( ফুটবল ও জার্সি) বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার বিকালে উপজেলা মাঠে পানছড়ি ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ শাহেদুল হোসেন সুমন এর সভাপতিত্বে এ আয়োজন করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন ওয়াদুদ ভূইয়া সাবেক সংসদ সদস্য খাগড়াছড়ি পার্বত্য জেলা।

 

খেলায় খাগড়াছড়ি রেনেসাঁ ক্লাব (অনূর্ধ্ব সতের) কে ০-১ গোলে হারিয়ে পানছড়ি ফুটবল এসোসিয়েশন (অনূর্ধ্ব সতের) বিজয় অর্জন করে । ২য় টিম খেলায় খাগড়াছড়ি রেনেসাঁ ক্লাব (সিনিয়র) কে ৪-৫ গোলে হারিয়ে পানছড়ি ফুটবল এসোসিয়েশন (সিনিয়র) বিজয় অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের হাতে অতিথিরা ট্রফি তুলে দেন।

 

এ সময় পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ নজরুল ইসলাম,উপজেলা বিএনপির  সহ সভাপতি নুরুল কায়েশ শিমুল, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আফছার, সদস্য সচিব মোঃ সেলিম , ছাত্রদলের আহবায়ক মোঃ দিদার হোসেন সহ স্থানীয় ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button