চেঙ্গী দর্পন প্রতিবেদক , নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে সংখ্যালঘু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে হিন্দু যুব ঐক্য পরিষদ নোয়াখালীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, রাজগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আশ্রাফুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় হিন্দু যুব ঐক্য পরিষদের সহ সভাপতি এড. পাপ্পু সাহা, জেলা হিন্দু যুব ঐক্যপরিষদের সভাপতি বিশ্বজিৎ সূত্রধর, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক তপন ঘোষ, আবদুল ওয়াদুদ বাহার প্রমূখ।
এসময় বক্তারা বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সেলিমের নির্দেশে সন্ত্রাসী সুরঞ্জিত সেন গুপ্ত রিংকুর নেতৃত্বে বরাবরই সংখ্যালঘুদের বাড়িতে হামলা অব্যহত রয়েছে। এ ধারাবাহিকতায় গত শনিবার দিবাগত রাতে রাজগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক পুলক ভূঁইয়ার বাড়ির বসত ঘরে অগ্নিসংযোগ করে বাড়ির তিনটা ঘরে হামলা ও ভাঙচুর চালিয়ে বোমা পাটিয়ে তান্ডব চালানো হয়। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সেলিমের বক্তব্য নিতে তার মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি ফোনের সংযোগ কেটে দেওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।