কুমিল্লায় গোমতী নদী থেকে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান
চেঙ্গী দর্পন প্রতিবেদক , কুমিল্লা : কুমিল্লায় গোমতী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ৩টি ভেকু, ৩টি ট্রাক ১টি মোটর সাইকেলসহ কামরুল নামে ১ জনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে নগরীর কাপ্তান বাজার এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থা কুমিল্লা অঞ্চলের যুগ্ম পরিচালক জি এম আলীম উদ্দিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট আবু সাঈদ এবং এস এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
গোমতী নদীর তীর থেকে অবৈধ মাটি ও বালু ব্যবসায়ীদের দমনের জন্য প্রশাসনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা । জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস এই অভিযানে সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ জানান, গোমতী নদী রক্ষায় এই অভিযান চলমান থাকবে। নদী পাড়ে স্থানীয়দের আবাদি জমি রক্ষায় জেলা গোয়েন্দা সংস্থা এবং পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।