পার্বত্য চট্টগ্রামের ২৬ টি উপজেলায় টেকনিক্যাল কলেজ স্থাপন করা হবে
চেঙ্গী দর্পন প্রতিবেদক , কাপ্তাই ( রাঙামাটি) থেকে ঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং, এমপি বলেছেন, তিন পার্বত্য জেলার ২৬টি উপজেলায় প্রত্যেক উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করা হবে।
ইত্যেমধ্যে কাজগুলো শুরু হয়ে গেছে। শিক্ষার মান উন্নয়ন আরো অত্যাধুনিক প্রক্রীয়ায় গতিশীল করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের নতুন প্রজন্মের সন্তানেরা যাতে ঘরে দোয়ারে বসে উচ্চতর শিক্ষা পাওয়ার জন্য রাঙ্গামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করে দিয়েছেন। উন্নতর শিক্ষা পাওয়ার লক্ষে মেডিকেলে লেখাপড়ার জন্য মেডিকেল কলেজ স্থাপন করে দিয়েছেন প্রধানমন্ত্রী।
বান্দরবানে বেসরকারি বিশ্ববিদ্যালয় করার অনুমতি দিয়েছেন। ইত্যেমধ্যে ২ হাজার ২শত ছাত্র-ছাত্রীকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে বছরে প্রায় ২ কোটি টাকা বৃত্তি প্রদান করা হয়েছে এবং এটি অব্যাহত থাকবে।
শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাঙ্গামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৫ দিনব্যাপী বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নব বিক্রম কিশোর ত্রিপুরা,এনডিসি এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, তথ্য কমিশনের সচিব সুদত্ত চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ,পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন প্রমুখ।