
স্টাফ রিপোর্টার, মুন্সিগঞ্জ:
শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত চায়না দুয়ারী জালের কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম রাব্বানী সোহেল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে অংশ নেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা, শ্রীনগর থানা পুলিশ ও বাংলাদেশ কোস্টগার্ড।
কারখানার মালিক আবুল শেখ, যিনি অবৈধভাবে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল তৈরি ও মজুদ করছিলেন, তাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় ২ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম রাব্বানী সোহেল বলেন, মৎস্য সম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।