অসহায় পরিবারের পাশে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মাহাবুব আলম

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি সদর উপজেলার ৫নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় ঘরহারা এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মাহাবুব আলম। তিনি অসহায় পরিবারটিকে নতুন করে ঘর নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করেন।
ঘরের ছাদ দিয়ে পানি পড়ে,বর্ষার দিনে বসবাসের অযোগ্য একটি পরিবারের দুর্দশার কথা জানতে পেরে দ্রুত সহায়তা নিয়ে এগিয়ে আসেন তিনি। সহায়তা প্রদানকালে তিনি আশ্বাস দিয়ে বলেন“এই পরিবারের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকবো ইনশাআল্লাহ। মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকাই আমাদের দায়িত্ব।”
মাহাবুব আলমের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসার জোয়ার সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের মানবিক কর্মকাণ্ড সমাজে অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন ,“অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু একজন জনপ্রতিনিধির দায়িত্ব নয়, বরং সবার নৈতিক দায়িত্ব। চলুন আমরা সবাই মিলে একে অপরের পাশে থাকি, ভালোবাসার হাত বাড়িয়ে দিই।”
এই মানবিক সহায়তা পেয়ে উপকৃত পরিবারটি খুশি হয়ে জানায়, এ সহায়তা তাদের জন্য নতুন আশার আলো। তারা মাহাবুব আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ নিয়মিতভাবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহায়তা কার্যক্রম পরিচালনা করছে, যার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।