বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় রানার্স আপ

স্টাফ রিপোর্টার ,বান্দরবান:
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উপজেলা নব নির্মিত মিনি স্টেডিয়ামের কানা কানায় দর্শক পুর্ন সু- শৃংঙ্খল ও স্বস্ফুর্ত বিদ্যালয়ের অধ্যায়নরত কিশোর কিশোরীদের অংশ গ্রহন মধ্য দিয়ে বান্দরবানে থানচিতে উপজেলা পর্যায়ে স্কুল ভিত্তিক বালিকা ফুটবল টুনার্মেন্টে ফাইনাল খেলায় থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের বালিকা একাদশ চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়ের বারিকা একাদশ রানার্স আপ হয়েছে।
প্রথমবারের মতো বালিকাদের নিয়ে ৩ দিনের ফুটবল টুনার্মেন্ট আয়োজন করেন স্থানীয় উন্নয়ন সংস্থা বলিপাড়া নারী কল্যান সমিতি( বিএনকেএস) শুক্রবার ১৫ আগস্ট বিকাল ৩ টা অনুষ্ঠিত খেলায় প্রথম পর্বে একটি প্লান্ট পেয়ে থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের বালিকা একাদশকে হাড়িয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের বালিকা একাদশ চ্যাম্পিয়ন ট্রফি নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ- আল- ফয়সাল প্রধান অতিথি হিসেবে খেলা শুভ উদ্বোধন করেন এবং খেলোয়ার দের হাতে পুরুস্কার তুলে দিন।
আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ডিয়াকোনিয়া বাংলাদেশ অর্থায়নে গত ১৩ আগস্ট শুরু হয় এ খেলা। টুনার্মেন্ট ৪ টি বালিকা দল স্বতস্ফুর্ত অংশ নেন।
ফাইনালের বিশেষ অতিথিদের মধ্যে থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মো: নিজাম উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, বিএনকেএস উপ পরিচারক উবানু মারমা, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা,রেমাক্রী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরাসহ ক্রীড়া প্রেমিকরা উপস্থিত ছিলেন।
বিএনকেএস এর কর্মকর্তারা জানান, জেন্ডার সমতা জন্য সমাজ, প্রথাগত ব্যবস্থা, রীতি-নীতি, প্রথা, কুসংস্কার সর্বপরি কাঠামোগত পরিবর্তন যথেষ্ট নয়। মানুষ হিসেবে দৃষ্টিভঙ্গি পরিবর্তন, নারীবাদ বা নারীবাদী ভাবনায়, ক্ষমতা শক্তি পরিহার ও উদার চিন্তাভাবনা পরিবর্তন সবার আগের করা দরকার। কারন সমতা ও সাম্য জন্য কাউকে পিছনে ফেলে কাউকে আগায় নিয়ে সমতাসূচকে পৌঁছানো সম্ভব না। তাই সুযোগ, পরিবেশ এবং দূরদর্শিতা খুবই জরুরী বলে অনুধাবন করেছি। এর লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগী সংগঠন ডিয়াকোনিয়া বাংলাদেশ এর অর্থায়নে বিএনকেএস এর বাস্তবায়নে বান্দরবান সদর ও থানচি উপজেলার গত ২০২১ সাল হইতে “ইনসুরিং রিপ্রোডাকটিভ হেলথ রাইটস এন্ড জেন্ডার ইকুয়ালিটি ফর এথনিক হিলি ওমেন ইন বান্দরবান প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে। টুনার্মেন্টের সরকারী, বেসরকারী,গন্যমান্য ব্যক্তিবর্গ,স্থানীয় ইলেক্ট্রনিক্স,প্রিন্ট মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।