
পানছড়ি,খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকা ঘিলাতলীতে ভারতীয় সালসা জব্দ করেছে পানছড়ি বিজিবি’র (৩ বিজিবি) একটি টহল দল।
গত বুধবার (১৩ আগষ্ট ২০২৫) দিবাগত রাত আটটার দিকে বিজিবি’র নিয়মিত টহল চলাকালীন সময়ে টহল কমান্ডার না: সুবেঃ মোঃ শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে এই সালসা জব্দ করা হয়েছে।
সুত্র জানায়, ভারত থেকে নিয়ে আসার সময় সালসা মোটর সাইকেলে করে নিয়ে যাচ্ছিলো চোরাকারবারি। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে সালসা ফেলে চলে যায়। জব্দকৃত ৪০ বোতল সালসার বাজার মূল্য প্রায় দশ হাজার টাকা।