Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে দুর্নীতি প্রতিরোধে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন

১৪ আগস্ট ফাইনাল

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
গণসচেতনতা বৃদ্ধি, সততা চর্চা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।

 

 

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। পুরো আয়োজন ছিল প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক, যেখানে অংশগ্রহণকারীদের যুক্তি, বিশ্লেষণ এবং উপস্থাপনার দক্ষতা দর্শক ও বিচারকদের মন জয় করে নেয়।

 

দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি এর সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা।

 

প্রথম পর্বে আটটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়, যথাক্রমে- খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল, খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল, টিউফা আইডিয়াল স্কুল, আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুল, ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়।

 

প্রথম পর্বে চারটি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতা থেকে সেমিফাইনালে জায়গা করে নেয়- খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, টিউফা আইডিয়াল স্কুল।

 

সেমিফাইনালে চমৎকার যুক্তি উপস্থাপনা ও দলগত পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালে পৌঁছে দুইটি স্কুল- নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল এবং খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।

 

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অর্জিতা খীসা, জিমি চাকমা, পারভীন আক্তার, ত্রিনা চাকমা, সাইফ উদ্দিন মিঠু এবং হাছানুল করিম।

 

আয়োজকরা জানিয়েছেন, ফাইনাল পর্ব আগামী ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে। ফাইনালে বিজয়ী ও রানারআপ দলের পাশাপাশি সেরা বিতার্কিককেও পুরস্কৃত করা হবে। এছাড়া দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহ দিতে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

 

প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতার চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। আয়োজকরা আশা করছেন, এই আয়োজন শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

Back to top button