Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পানছড়িতে বিএনপি-র আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসের এক বছর পূর্তি উপলক্ষে পানছড়ি উপজেলা বিএনপি উদ্যোগে এক আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৫ আগষ্ট ২০২৫, মঙ্গলবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে এক বর্ণাট্য আনন্দ মিছিল করে। মিছিলটি পানছড়ি জিড়ো পয়েন্ট থেকে শুরু করে বাস স্ট্যান্ড প্রদক্ষিন করে জিয়া স্কয়ারে এসে পখ সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন নেতৃত্বে মিছিল ও সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরূল কায়েশ শিমুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, মোহাম্মদ ইসমাইল, যুবদলের আহবায়ক মো. আফসার, সদস্য সচিব মো. সেলিম, কৃষক দলের সভাপতি আবুল হাসেম, মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইদ্রিস আলী, শ্রমিক দলের সভাপতি মোঃ শাহজাহান, ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম সহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা বলেন, আওয়ামী সরকারের অপশাসন, দমন-পীড়ন, ভোট ডাকাতি ও বাকস্বাধীনতার দমন নীতির বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা জীবন বাজি রেখে আন্দোলন চালিয়েছে। ২৪ এর গন আন্দোলনে দেশের তরুণ সমাজ, ছাত্র-যুবক, পেশাজীবী সকলেই এই দুঃশাসনের অবসান ঘটিয়েছেন। আমাদের এই বিজয় র‍্যালি শুধু উৎসব নয়, এটি হচ্ছে গণতন্ত্রের জন্য এক নতুন শপথ। আমরা বিশ্বাস করি, এই ফ্যাসিস্ট সরকার পতনের ফলে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার একটি সুষ্ঠ ও সুন্দর নির্বাচন উপহার দিবেন।

 

Related Articles

Back to top button